মালয়েশিয়া আওয়ামী লীগ কর্তৃক জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কুয়ালালামপুর সেন্টুল কারি হাউজের হল রোমে আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন সরদারের পরিচালনায় জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের উপদেষ্টা সরোওয়ার্দী হোসেন সরোয়ার। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কুয়ালালামপুর ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসার এ.টি.এম. ডা: ইমদাদুল হক। বিশেষ বক্তার বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কামাল।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল করিম, দাতু আক্তার হোসেন, মামুনুর রশিদসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
এসময় বক্তারা বলেন ১৯৫২ থেকে ১৯৭১। বাঙালির মুক্তির প্রতিটি আন্দোলন-সংগ্রামে অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বের একমাত্র নেতা, দেশ স্বাধীন করার আগেই যাকে ৭ কোটি মানুষ বসিয়েছিল জাতির পিতার আসনে। বাঙালির মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, তা থেকে এ দেশের মানুষকে বিচ্ছিন্ন করতেই ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ড।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হক জোসেফ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিরাজ, আওয়ামী লীগ নেতা মুরাদ মোর্শেদ, মালয়েশিয়া যুব লীগের আহবায়ক মো: তাজকীর আহমেদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল হাসান, মালয়েশিয়া শ্রমিক লীগের সহ সভাপতি শাহ আলম হাওলাদার,তাতী লীগের সভাপতি আসাদুজ্জামান শওকত, কৃষক লীগের সভাপতি ইব্রাহীম কে রাজা, কুয়ালালামপুর শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক বদরুল আলম প্রমূখ।
আলোচনা সভার শুরুতে কালামে তেলাওয়াত করেন সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাইদুল ইসলাম। সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্নার মাগফেরাত ও প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন