আগামী ১৩ অক্টোবর রোজ শুক্রবার জুমার নামাজের পর হতে মধ্যরাত পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে প্রবাসীদের ফ্রি চিকিৎসা দেয়া হবে। ফুজাইরা বাংলাদেশ সমিতির উদ্যোগে স্থানীয় তোবাইয়া হাসপাতলে প্রবাসীদের ফ্রি চিকিৎসা দেয়ার লক্ষ্যে গতকাল হাসপাতালের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সমিতির পক্ষে সভাপতি প্রকৌশলী রানা জ্যোতি চাকমা, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন চৌধুরী ও হাসপাতালের পক্ষে ডিরেক্টর ডক্টর ফয়সাল চুক্তিতে স্বাক্ষর করেন। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহামদ এমরান ও দুবাই কন্সাল জেনারেল এস এম বদিউজ্জাম এই ফ্রি চিকিৎসা সেবা উদ্বোধন করবেন বলে জানান সমিতির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক মাহবুব।
চিকিৎসা সেবা নিতে আসা প্রবাসীদের জন্য ফুজাইরাহ বাজার, দিব্বা, বিদিয়া, কালবা, খোরফাক্কান, আল হীল, গোরফা সহ অনেক যায়গায় ফ্রি গাড়ি, দুপুরের খাবার ও বৈকালিক নাস্তার ব্যবস্থা রেখেছে সমিতি। আমিরাত প্রবাসীদের চিকিৎসা সেবায় অংশ নেয়ার জন্য সমিতি পক্ষ থেকে অনুরোধ করা হয়।
উল্লেখ্য, চুক্তি স্বাক্ষরকালীন সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি তপন সরকার, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ আইয়ুব, অর্থ সম্পাদক আবুল কাশেম, সমাজ কল্যাণ সম্পাদক হাজী আবু তৈয়ব প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ