কাতারে বসবাসরত চাকরিজীবী ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সোলাইমান খান এর দুই মেয়ে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। তারা হল- সাদিয়া আফনান ও তাসকিয়া জান্নাত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছে।
কাতারে একমাত্র বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজ থেকে এ সাফল্য অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করেন।
তাদের অসাধারণ এ অর্জনে স্কুলের শিক্ষক, অভিভাবক এবং স্কুল কমিটির সকলে আনন্দিত। তাদের সাফল্যের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসী কন্যাদের ফুলেল শুভেচ্ছা ও অসাধারণ সাফল্যের জন্য সবাই তাদের প্রতি ধন্যবাদ জানান। ভবিষ্যতে দুই বোনই ডাক্তার হতে চায়। তারা সকলের কাছে দোয়া ও আশির্বাদ চান।
বিডিপ্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান