১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখা কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের হোটেল সলিলের হল রুমে মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ব্যানারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন মিরানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক ওয়হিদুর রহমান ওহিদ, রাশেদ বাদল, মালয়েশিয়া আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ. কামাল হোসেন চৌধুরী, আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মোল্লা আমজাদ ও হাবিবুর রহমান হাবিব।
সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য মো. নুর মোহাম্মদ ভুঁইয়া, কবি আলমগীর হোসেন, মো. হুমায়ুন কবির, যুবনেতা শহীদুল ইসলাম, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল বাতেন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, বাতুকেভস শাখা সাংগঠনিক সম্পাদক আরমান, ক্লাং শাখা সহ-সভাপতি অদির সেন, চেরাস শাখার এস,এম সোহেল মিয়া ও সাফায়েত হোসেন প্রমুখ।
আলোচনা সভায় মালয়েশিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগ ছাড়াও বিপুল সংখ্যাক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব