শীত যতই ঘনিয়ে আসছে ততই পিকনিক, ভ্রমণসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বেড়েই চলেছে। এমনটা শুধু দেশে নয়, বিদেশেও। প্রবাসীরাও তাল মিলিয়ে আনন্দ ভাগাভাগি করেন একে অপরের সাথে।
প্রবাসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক সংগঠনের নেতৃবৃন্দরা এমন অনুষ্ঠনের আয়োজন করে থাকেন। সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবারের সাথে মিলিত হয় আনন্দ আনন্দ ভাগাভাগি করতেই তাদের এই আয়োজন।
কুয়েত যুবদল কেন্দ্রীয় কমিটি মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সম্প্রতি বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান মাহফুজের সভাপতিত্বে ও শাহজাহান সবুজ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সোয়েব আহমদ, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম। সম্পূর্ণ অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ইলিয়াস চৌধুরী, আরিফুল হাসান রাসেল এবং নুরুল আবছার।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৮/ফারজানা