সৌদি আরবের আল বাহা প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৯ জন প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি শ্রমিকরা হলেন মালাম মিয়া, শাহ আলম মিয়া এবং সাইফুল ইসলাম।
ওই দুর্ঘটনায় আহত আরক বাংলাদেশি নাগরিকের অবস্থা আশঙ্কাজনক। তাকে আল বাহা প্রদেশের কিং ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনায় মোট ছয় জন আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাকি চারজন মিশরীয়, দু'জন ভারতীয়।
শনিবার সন্ধ্যায় আল বাহা প্রদেশে তারা যে ভ্যানটিতে করে যাচ্ছিলেন তার পাহাড়ি রাস্তায় উল্টে গেলে ওই দুর্ঘটনা ঘটে। ওই শ্রমিকরা খাদ্য সরবরাহ প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন। ওই প্রতিষ্ঠানটি আল বাহায় অবস্থিত বালিজুরাসি হাসপাতালেও খাবার সরবরাহ করতো।শ্রমিকরা তাদের ছুটির দিন কাটাতে মক্কার কুনফুনদা শহরে যাচ্ছিলেন। ওই সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৮/ফারজানা