বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রবাসীদের মাঝে তুলে ধরতে ইতালিতে উন্নয়ন মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। দেশের সাথে মিল রেখে ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ শ্লোগানকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে বর্তমান সরকারের সময় নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে দেশের প্রান্তিক জনগণসহ আপামর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়।
বাঙালি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায় পিসিআই হলরুমে এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. এরফানুল হকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল। ইতালি পার্লামেন্ট সদস্য (পিডি) ড. উগু পাপি।
এছাড়া বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর তৈরি প্রমান্যচিত্র প্রদর্শন ও বর্ণনা করেন বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ইরিন ইসলাম জুলি, বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মানস মিত্র, কাউন্সিলর মো. রফিকুল ইসলাম, প্রথম সচিব সালেহ আহম্মেদসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সর্ব ইউরোপ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা বেগম, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ফরাজী, জসিম উদ্দিন, নজরুল ইসলাম মাঝি প্রমুখ।
উন্নয়ন মেলা কয়েকটি ভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে প্রামান্যচিত্র প্রদর্শন ও বর্ণনা, সংক্ষিপ্ত আলোচনা সভা ও বাংলাদেশের কৃষ্টি বিদেশিদের কাছে তুলে ধরতে দেশীয় খাবার পরিবেশন এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম