ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাতারের রাজধানী দোহারে বাংলাদেশি অধ্যাশিত এলাকায় বৃহস্পতিবার বাংলাদেশি মালিকানাধীন মুন দোহা ট্রাভেল অ্যান্ড টুরস-এর উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে এর উদ্বোধন করেন তরুণ উদ্যোক্তা মুন গ্রুপের চেয়ারম্যান মামুন হোসাইন।
এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় প্রতিষ্ঠানটিকে।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এতে বক্তব্য রাখেন, মুন গ্রুপের চেয়ারম্যান মামুন হোসাইন। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বাবুল গাজী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট্য ব্যবসায়ী মো. ইসমাইল মিয়া, বেলায়েত হোসেন আরজু, মো. মানিক হোসেন, আবু ছায়েদ, এম এ বাতেন, গোলাম সারোয়ার মিশু, জসিম উদ্দীন, রিজেন্ট এয়ারলাইন্স কর্মকর্তা মো. জহির প্রমুখ।
প্রবাসীদের স্বল্প মূল্যে এয়ার টিকেট পৌঁছে দেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন প্রতিষ্ঠানটি। পরে মুন দোহা ট্রাভেল অ্যান্ড টুরসের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম