বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ইতালির রোম সফর উপলক্ষে বর্ধিত সভা করেছে ইতালী আওয়ামী লীগ। আগামী ১১ ফেব্রুয়ারী ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাড)-এর ৪১তম সম্মেলনে যোগ দিতে ইতালি সফরে আসবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ইতালির উদ্দেশে আগামী ১১ ফেব্রুয়ারি রওনা দেবেন বলে জানা গেছে।
আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি ইফাডের বার্ষিক গভর্নিং কাউন্সিল অনুষ্ঠিত হবে। ১৩ ফেব্রুয়ারি বিকেলে ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য, পরিবেশ, বিনিয়োগ, পর্যটন ও যোগাযোগ নিয়ে আলোচনা করবেন বেল জানা গেছে। সফরের শেষ দিনে ইতালির ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হতে পারেন প্রধানমন্ত্রী।
সেই সঙ্গে ইতালিতে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে। ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে রোমে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করবে। দলীয় নেত্রীর এই নাগরিক সংবর্ধনা সফল করতে বাংলাদেশ দূতাবাস এক প্রস্তুতি সভার আয়োজন করেছে। এ দিকে ইতালি আওয়ামী লীগ বর্ধিত সভা করেছে। রোমের তরপিনাতারা সুন্দরবন রেষ্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।
ইতালি আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, মহিলা সম্পাদক হোসনে আরা বেগম।
আরো উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী, আব্দুর রউফ ফকির, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জামান মোক্তার, দিন মোহাম্মদ দিনু,প্রচার সম্পাদক মান্নান মাতবর, দপ্তর সম্পাদক হাবিব মকদম, মহিলা সম্পাদিকা তুহিনা সুলতানা মলি ,উপ প্রচার সম্পাদক এলিন আহমেদ মিঠু, রোম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন, সাধারন সম্পাদক খলিল বন্দুকছি,যুলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা,মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নয়না আহম্মেদ, মুক্তিযোদ্ধা গাজী মশিউর রহমান সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালীতে আগমন উপলক্ষে ইতিমধ্যে আনন্দের জোয়ারের সৃষ্টি হয়েছে। আমাদের প্রাণপ্রিয় প্রবাসবান্ধব নেত্রী শেখ হাসিনাকে আমরা স্মরণকালের সেরা সংবর্ধনা দেয়ার প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছি। পাশাপাশি বক্তারা সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে বলেন, খন্দকার মোস্তাকের মত লোকেরা এখনো বিদ্যমান তাদের কাছ থেকে যেমন আওয়ামী লীগকে সজাগ থাকতে হবে, তেমনি শক্ত হাতে প্রতিবাদ করতে হবে।
ইতালির বিএনপি নেতাদেরকে হুশিয়ার করে বলেন, আগে নিজেদের কামড়া-কামড়ি বন্ধ করে আমাদের দিকে নজর দেন। বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কোন ধরনের আপত্তিজনক মন্তব্য করলে পিঠের চামড়া থাকবে না।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৮/হিমেল