'মানবতা হোক মানুষের কল্যাণে' এই স্লোগানকে সামনে রেখে মত বিনিময় সভা করেছে ইতালির রোমে নব গঠিত আইন সহায়তা কেন্দ্র (আসক)। সোমবার রোমের স্পাইস অব ইন্ডিয়া রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি সাংবাদিক এম কামাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- সেভ দ্যা বাংলাদেশ ইতালির আহ্বায়ক নুরুল আবছার। আসকের সাধারণ সম্পাদক আরিফুল আশরাফ এবং অ্যাডভোকেট ফারুক হোসেন লিপুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক শাহ তাইফুর রহমান ছোটন, খন্দকার নাসির উদ্দিন, শরীফ পাইক, ফিরোজ আকন্দ, মানবাধিকার কর্মী মহি উদ্দিন শোয়েব, কাজী মশিউর রহমান, মাইনুউদ্দিন হাসান, আব্দুল মমিন, জাহিদুল হক মুকুল, সালাউদ্দিন, নুরুল আমিন নয়ন, লাকী আকতার, সালাম হোসেন, হোসেন জাহাঙ্গীর প্রমুখ।
বক্তারা বলেন, দেশে এবং প্রবাসে অনেকেই আছে যারা সঠিক বিচার পান না। তাদের সহায়তা দিতেই এই সহায়তা কেন্দ্র। এ ছাড়াও নির্যাতিত নিপীড়িত, অন্যায়ভাবে দেশে এবং প্রবাসে অনেকেই মিথ্যা মামলায় আটক হন। সেসব মামলা আসকের মাধ্যমে বিনা খরচে পরিচালনা করা হবে। সব সময় মানবতার পক্ষে কাজ করবে এই সংগঠন।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম