ইতালী আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাখা ছাত্রলীগ। আগামী ১১ ফেব্রুয়ারি রোমে সরকারি সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
এ উপলক্ষে ছাত্রলীগ ইতালী শাখার সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদারের নেতৃত্বে ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালসহ আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, বাংলাদেশের ন্যায় ছাত্রলীগ ইতালী আওয়ামী লীগের ভ্যানগার্ড হয়ে কাজ করবে।
ইতালী আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, দলের চেইন অব কমান্ড মেনে কাজ করতে হবে। আওয়ামী লীগের মধ্যে মোশতাকদের চিনে সম্পর্ক স্থাপন করতে হবে। আগামী দিনে ইতালী আওয়ামী লীগের পাশে ইতালী ছাত্রলীগ থাকবে এটাই আমাদের প্রত্যাশা। মনে রাখতে হবে আওয়ামী লীগ মূল সংগঠন।
এসময় ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দুই শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী আপনাদের নির্দেশনায় কাজ করবে।
সৌজন্য সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন, ইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, ইউরোপ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা হোসনে আরা বেগম। ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ রব মিন্টু ভাই, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জামান মোক্তার, দফতর সম্পাদক হাবীব মকদম, রোম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল বন্দুকছিসহ ইতালী আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, এবং রোম মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৮/আরাফাত