শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালি শাখার আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে বেড়ে উঠা শিশুদের বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে এ আয়োজন করা হয়। রোমের প্রাণকেন্দ্র সুন্দরবন রেস্টুরেন্টে আয়োজিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র অভিভাবকদের মাঝে তুলে ধরা হয়।
শেখ রাসেল পরিষদ ইতালি শাখার সভাপতি হাবিবুর রহমান নাজমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিমুল আরিফ জামিলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোবারক দেওয়ান।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাবেদ বেপারী শাহিন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বেলাল আহমেদ, নাসির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন শাহ, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, ১নং সদস্য আঃ ওয়াদুদ, সাংস্কৃতিক সম্পাদক মো. কাশেম, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হাকিম, আন্তর্জাতিক সম্পাদক মিজানুর রহমান, ধর্ম সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক বাবলু মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক বাদল আহমদসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৮/ফারজানা