ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (জাতীয় কারিকুলাম) জেদ্দায় স্বদেশের সাথে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা-২০১৮।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় জেদ্দা কেন্দ্রতে পরীক্ষা শুরু হয়। এবার জেদ্দা কেন্দ্র থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে ১৬২ জন ছাত্রছাত্রী। এদের মধ্যে ৬২ জন ছাত্র এবং ৮০ জন ছাত্রী রয়েছে।
পরীক্ষা কেন্দ্রের সচিবের দায়িত্বে রয়েছেন, অধ্যক্ষ হামদুর রহমান। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের তত্বাবধানে পরিচালিত পরীক্ষায় কনসাল জেনারেলের পক্ষে কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন কানসাল (শিক্ষা ও শ্রম) কে এম সালাহউদ্দিন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন