‘ধর্মীয় আগ্রাসন নয়, ধর্মীয় উদারনৈতিক মানসিকতাই সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার’ এই স্লোগানে নিউইয়র্কে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় সেমিনারটি অনুষ্ঠিত হবে।
‘সেক্যুলারিজম ইন বাংলাদেশ : হোপ ফর ইউনিটি, পীচ এ্যান্ড জাস্টিস’ শীর্ষক এই সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করবেন যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট’র প্রেসিডেন্ট পুষ্পিতা গুপ্তা। যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বর্তমান অবস্থার আলোকে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা মানবাধিকার সংগঠক ড. পার্থ ব্যানার্জি এবং মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী ড. নূরন্নবী।
সেমিনারের শুরুতে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যের জন্য বাংলা একাডেমির ফেলোশিপ প্রাপ্ত ড. নূরন্নবী এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের প্রধান সমন্বয়কারি আব্দুল হান্নান খানকে বিশেষ সম্মাননা জানানো হবে।
সেমিনারের হোস্ট ‘সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট’ ইউএসএ’র কর্মকর্তা শুভ রায় জানান, মুক্তিযুদ্ধের চেতনার পরিপূরক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রচনায় সুশীল সমাজ এবং সমগ্র জনগোষ্ঠির ভূমিকা নিয়ে গবেষণামূলক মতামত ব্যক্ত করবেন সেমিনারে অংশগ্রহণকারীরা।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল