জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, তারেক পরিষদ, জাতীয়তাবাদি ফোরাম, জাসাস এবং ছাত্রদলের নেতা-কর্মী-সমর্থকরা।
৫ ফেব্রুয়ারি সোমবার অপরাহ্নে এ কর্মসূচি পালন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, সাবেক যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন আকতার হোসেন বাদল, মহাসচিব জসীম উদ্দিন, জাসাসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মিল্টন ভূইয়া কাজী আজম, আবুল বাশার, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন