আমাজন ওয়েব সার্ভিসে কাজ করছেন বাংলাদেশি শামীম আশরাফি। নৃবিজ্ঞানে বিষয়ে পড়াশুনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আইসিডিডিআরবি'তে চাকরিও নিয়েছিলেন। কিন্তু তার ইচ্ছে ছিল তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা। এজন্য সে বিষয়ে বিভিন্ন কোর্স করা শুরু করেন।
পরে স্কলারশিপ নিয়ে সুযোগ পান ওরাকল ডেটাবেইজ টেকনোলজি নিয়ে পড়াশুনার। পরে চাকরি নেন ওরাকল এর বাংলাদেশি সহযোগী প্রতিষ্ঠান বেইজ লিমিটেডে।
শামীম আশরাফি একজন উদ্যোক্তা হিসেবেও কাজ করেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আইটি কম্পানিও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্লাউড কম্পিউটিং, বিগডেটা, আইওটি, মেশিন লার্নিং, ব্লকচেইন বিষয়ে মেন্টর হিসেবে কাজ করেন।
এছাড়া তিনি মূল বক্তা, প্রশিক্ষক ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানে বিচারকের দায়িত্বও পালন করেছেন।
শামীম আশরাফি আমেরিকার টেলিকমিউনিকেশন কোম্পানি ভেরাইযনে যোগ দেন ২০০৯ সালে। অফিস ছিল আরভিং, টেক্সাসে। প্রায় সাত বছর কাজ করেন ভেরাইযনে।
সেখানে থাকতেই নিজের জন্য বাড়ি কিনেছিলেন শামীম।
ভেরাইযনের আগে বাংলালিঙ্কের ডেটাবেইজ অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব পালন করেন তিনি। ভেরাইযন থেকেই যোগ দেন আমাজনে। সেখানে ক্লাউড কম্পিউটিং, বিগডেটা, মেশিনলার্নিং-সহ আধুনিক সব প্রযুক্তি নিয়ে কাজ করছেন তিনি।
এক সন্তানের বাবা শামীম এখন থাকেন আমেরিকার টেক্সাস রাজ্যের ডালাস শহরে। তার সহধর্মিনী ফাতিমা সাইয়েদা নিজেও একজন আইটি প্রফেশনাল এবং কাজ করেন ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাসে।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা