লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে হামলা ও ভাঙচুরের সাথে জড়িত বিএনপির নেতা-কর্মীরা তারেক রহমানের নির্দেশেই এরকম অপকর্ম চালিয়েছে বলে অভিযোগ করে এই অপকর্মে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এসব সংগঠনের কর্মকর্তারা পৃথক পৃথকভাবে এনআরবি নিউজের এ সংবাদদাতাকে প্রচন্ড ক্ষোভের সাথে বলেন, অর্থ পাচার ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন। তার মদদেই হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় তারা সকলেই লন্ডনে অপকর্মে জড়িতদের শাস্তি প্রদানের জন্যে র্বৃটিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সেক্রেটারি আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং অন্যতম যুগ্ম সম্পাদক নূরল আমিন বাবু, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের মিয়া এবং সেক্রেটারি এ টি এম মাসুদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার এবং সেক্রেটারি সুবল দেবনাথ, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর