মালয়েশিয়ায় সাংবাদিকদের সম্মানে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করেন তরুণ সংগঠক ও ফেনী সমিতি মালয়শিয়া'র সভাপতি পেয়ার আহমদ আকাশ। কুয়ালালামপুর জালান ইম্বিতে অভিজাত রসনা বিলাস রেস্টুরেন্টে উক্ত প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মালয়শিয়া সফররত চট্রগ্রাম প্রেসক্লাবের সভাপতি কালিম সরওয়ার, সহ-সভাপতি মঞ্জুর কাদের মাঞ্জু, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, চট্রগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ডিজিটাল সময়ের সম্পাদক খালেদ সাইফুল্যাহ, বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়শিয়া'র সাধারণ সম্পাদক বশির আহম্মেদ, যুগ্ম সম্পাদক জহিরুল ইদলাম হিরন, সাহাদাত হোসেন, কাজী আশরাফুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আরিফুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফারজানা সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আরিফুজ্জামান, দপ্তর সম্পাদক শহরিয়ার তারেক, নির্বাহী সম্পাদক এটিএম গোলাম রাব্বানী রাজা, সদস্য মো. বদিউজ্জামান শাহীন, আলাউদ্দিন সিদ্দিকী, ওয়াহিদ সোহান ও সাংবাদিক রফিকুল ইসলাম (রফিক) প্রমুখ।
শুরুতে পেয়ার আহমদ আকাশ মালয়েশিয়া ও বাংলাদেশি সাংবাদিক নেতাদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা