তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী সম্প্রতি দেশটির কূটনৈতিক ভলকান বজকারের সাথে সাক্ষাৎ করেছেন। ভলকান বজকার গত ডিসেম্বর থেকে তুরস্কের সাধারণ জাতীয় পরিষদের বৈদেশিক সম্পর্ক কমিটি’র প্রেসিডেন্টের দায়িত্বে আছেন।
রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী নব নিযুক্ত প্রেসিডেন্টকে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোকপাত করেন। দু'দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরো শক্তিশালী হবে মর্মে ভলকান বজকার আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত এবং ভলকান বজকার উভয়ই একমত হন যে, দু’দেশের জনগণের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক মেলবন্ধন জোরালো করার যথেষ্ট সুযোগ রয়েছে। তারা সংসদীয় প্রতিনিধি বিনিময়ের বিষয়ে নিয়ে আলোচনা করেন। রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা