জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়ায় ইতালীর রোমে পররাষ্ট্র মন্ত্রনালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে ইতালী বিএনপি কেন্দ্রীয় কমিটি।
ইতালী বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মো: তাইফুর রহমান ছোটন ও সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিনের নেতৃত্বে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা রায়ের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানায়। এবং একটি প্রতিনিধি দল ইতালীয়ান পররাষ্ট্র মন্ত্রাণলয়ের এশিয়া ডাইরেক্টর জেনারেল ওরাচ্চিও গোয়ানচালের সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকটি ৩০ মিনিট স্থায়ী হয়।
প্রতিবাদ সভায় রোম মহানগর বিএনপি, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্চাসেবক দল, জিয়া পরিষদ, তরপিনাত্তারা যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডিপ্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান