লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীদের ভাঙচুর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য ছাত্রলীগ।
স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হাইকমিশনের সামনে কেনসিংটন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহদাত জয়ের পরিচালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।
এছাড়া সমাবেশে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান