খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলার রায়ের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ করেছেন বাহরাইনস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মানামা নিমরা হোটেলে স্থানীয় সময় রাত সাড়ে ৮ টায় এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাহরাইন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী।বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ইউছুপ হোসেন সেলিম,সহ সভাপতি রুহুল আমিন,আকবর হোসেন,শাহীন পাটোয়ারী,দিদারুল ইসলাম,আছলাম,এ ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন তুহিন,এম এ জাহান,এ বি এম জালাল উদ্দিন,নজরুল ইসলাম মানিক,সহ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন,শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া,কৃষক দলের সভাপতি কামাল সর্দার,বাব আল বাহরাইন শাখার সাধারন সম্পাদক নাছির উদ্দিন তালুকদার।
বিডিপ্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান