লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ হাইকমিশনের সামনে অনুষ্ঠিত বিক্ষাভ সমাবেশে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা অংশ নেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।
সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, শামসুদ্দিন মাস্টার, মোজাম্মেল আলী, যুগ্ম-সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবাহ, জনসংযোগ সম্পাদক রবিন পাল, মহিলা সম্পাদিকা মেহের নিগার চৌধুরী সহ অনেকে।
বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত