জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ড দেওয়ায় প্রতিবাদ সভা করেছে পর্তুগাল বিএনপি।
গতকাল শুক্রবার রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত এলাকা রুয়া দো বেনফরমোসোর কাজা দা কাবিলা হল রুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির পর্তুগাল শাখার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক আমীর সোহেলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপি ও সেভ বাংলাদেশের আলম সর্দার, জাহির উদ্দিন, ইউসুফ তালুকদার, জুবায়ের হোসেন, আবদুল মুকিত সেলিম, শেখ খালেদ মিনহাজ, মোশারফ হোসেন, কামরুল ইসলাম, মুঞ্জুরুল করিম জিন্না, শাখায়েত হোসেন, আল মাসুদ সুমন, সাইফুল ইসলাম, মো. সুমন, পারভেজ, রুবেল হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব