দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালত সাজা দেওয়ায় প্রতিবাদ সভা হয়েছে কানাডার টরন্টোতে। সাপ্তাহিক ভোরের আলোর প্রধান সম্পাদক আহাদ খন্দকারের সভাপতিত্বে গত বৃহস্পতিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মালিয়া মনসুর, তপন মাহমুদ, এজাজ খান, রনি চৌধুরী, এ কে আজাদ, জাকির হোসেন খান, আমিনুল ইসলাম, মোহাম্মদ হোসেন, মিলন, গোলাম রনি, মুজিবুর রহমান, আজম সরোয়ার, রফিক পাটোয়ারী, আমিনুর রশীদ চৌধুরী(বাবু), মো মিজান প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সামুন ভূইয়া।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব