ইতালি গেলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল রবিবার রাতের ফ্লাইটে নিউইয়র্ক থেকে ইতালির রোমের উদ্দেশ্যে রওয়না দেন এ সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আব্দুস সামাদ আজাদ এবং নির্বাহী সদস্য শাহানারা রহমান।
রওয়না দেয়ার প্রাক্কালে এ সংবাদদাতাকে নেতৃবৃন্দ জানান, ‘বাংলাদেশে চলমান উন্নয়ন-অগ্রগতির প্রতি মার্কিন প্রবাসীদের অকুণ্ঠ সমর্থনের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে জানানোর পাশাপাশি সামনের নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে এক হাজার প্রবাসী বাংলাদেশে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতির তথ্যও অবহিত করবো। দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দণ্ডাদেশের পর আন্তর্জাতিক বন্ধুরা যে বর্তমান সরকারের ন্যায়-নিষ্ঠার প্রতি ইতিবাচক ধারণা পোষণ করেছেন-এ তথ্যও সবিস্তারে জানাবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে।’
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব