‘প্রবাসে জামায়াত-শিবিরের মদদে বিএনপির অপতৎপরতা রুখে দিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করলেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। ইতালির রোমে হোটেল পারকো ডেই প্রিন্সিপি’ (Parco Dei Principi) তে ১২ ফেব্রুয়ারি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানসহ নেতৃবৃন্দ।
এ সময় হাস্যোজ্জ্বল শেখ হাসিনা প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘দেশের কল্যাণে তাদের সহায়তার কথা আমরা কখনো ভুলবো না। আওয়ামী পরিবারের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সামনের নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ে।’
রোম থেকে টেলিফোনে নিউইয়র্কে এ সংবাদদাতাকে এসব তথ্য জানিয়ে ড. সিদ্দিকুর রহমান আরো বলেন, ‘নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটে হামলার ষড়যন্ত্র আওয়ামী লীগের সকলে নস্যাত করে দিয়েছি-এ সংবাদও জেনেছেন সভানেত্রী।’ একই চেতনায় আওয়ামী পরিবারের লোকজন নিজ নিজ এলাকার সিনেটর-কংগ্রেসম্যানসহ মার্কিন নীতি-নির্ধারকদের সাথে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগতি সাধনের তথ্যও সবিস্তারে অবহিত করছেন বলে শেখ হাসিনাকে অবহিত করেন ড. সিদ্দিক।
আমেরিকা থেকে এক হাজার প্রবাসী যাচ্ছি বাংলাদেশে নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিতে-এটি জেনে খুবই খুশী হয়েছেন জননেত্রী। এ সময় সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং নির্বাহী সদস্য শাহানারা রহমানও ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নজিবুর রহমানসহ উর্দ্ধতন কর্মকর্তারাও ছিলেন সেখানে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন