যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মালেয়শিয়া আওয়ামী লীগ।
মঙ্গলবার সকালে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের সামনে মালেয়শিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজার সভাপতিত্বে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়। এতে স্বাগত বক্তৃতা করেন মালেয়শিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মালেয়শিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, যুবলীগ প্রতিষ্ঠাতা সভাপতি এ কামাল হোসেন চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, হুমায়ুন কবির, প্রদীপ কুমার, লিটন আজিজ দেওয়ান, হাবিবুর রহমান, দাতো আমীন, মিনহাজ উদ্দিন মিরান, প্রকৌশলী মাসুদ রানা, প্রকৌশলী রাহাতুজ্জামান, মিনহাজ উদ্দিন মিরান, ফয়সাল হক, কাজী সারজিল সায়েফ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রাশিদ মিয়াজী, আবুল কালাম প্রমুখ।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে সরকারের কাছে চার দফা দাবি জানানো হয়। পরবর্তীতে দাবী সম্বলিত স্মারকলিপি বাংলাদেশ হাইকমিশনের পলিটিকাল মিনিস্টার রইস হাসান বরাবর পেশ করা হয়।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়াকে কেন্দ্র করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অবমাননা, ভাংচুর ও লুটপাট চালায়।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব