জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের যুক্তরাষ্ট্র শাখার ১২৫ সদস্যের নির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। জাতীয় নির্বাহী কমিটির সভাপতি ড. মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক হেলাল খান স্বাক্ষরিত এ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে আবু তাহের এবং কাওসার আহমেদ।
গতকাল রবিবার এ সংবাদদাতাকে কেন্দ্রীয় অনুমোদিত কমিটির কপি প্রদান করেছেন নতুন কমিটির সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক কাওসার আহমেদ। এ সময় সেখানে ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতেন।
জাসাসের সিনিয়র সহ-সভাপতি হয়েছেন গোলাম ফারুক শাহীন। সহ-সভাপতি রয়েছেন ৩১ জন। সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে রিয়াজ চৌধুরীকে। যুগ্ম সম্পাদক রয়েছেন ৮ জন। সহ-সাধারণ সম্পাদক রয়েছেন ১১ জন। অর্থাৎ নিউইয়র্কে জাসাসের ব্যানারে দীর্ঘদিন যাবৎ সোচ্চার কেউই বাদ যাননি বলে উল্লেখ করলেন সভাপতি আবু তাহের।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব