ফ্রান্সের ফ্রেঞ্চ বাংলা স্কুলে বাংলাদেশ সরকারের পাঠানো সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। প্যারিসের লাকর্নভে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখা পরিচালিত এ স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বই বিতরণ করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।
বই বিতরণের আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সভাপতি জামিরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বলেন, ফ্রান্সে বাংলা ভাষা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য বাংলা বিদ্যালয়ের কোনো বিকল্প নেই, এ বিদ্যালয় প্রবাসে বাংলাভাষা ও দেশের সাথে সেতুবন্ধন তৈরি করেছে। তাই এ প্রতিষ্ঠানের উন্নয়নে সকলকে এগিয়ে আসা উচিৎ।
এসময় আরও বক্তব্য রাখেন, দূতাবাসের হেড অব চ্যান্সারি হযরত আলী খান, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের যুগ্ম সাধারণ সম্পাদক আমিন খান হাজারী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন প্রমুখ।
বিডি প্রতিদিন/০৬ মার্চ ২০১৮/এনায়েত করিম