লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে প্যারিসে প্রগতিশীল সংগঠনগুলোর উদ্যোগে এবং দেবেশ বড়ুয়ার আহ্বানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় থেকে এ সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর পাশাপাশি আগামী ১১ মার্চ প্যারিসের রিপাবলিক চত্বরে এক মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সাংবাদিক ও সমাজকর্মী দেবেশ বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, ছালেহ আহমেদ চৌধুরী, আশরাফুল ইসলাম, জসিমউদ্দিন ফারুক, শাহীন আরমান চৌধুরী, মোহাম্মদ নুরুল আবেদীন, কবি মোস্তাফা হাসান, অধ্যাপক অপু আলম, সুব্রত ভট্টাচার্য, ফয়সল উদ্দিন, মাহবুবুল হক কয়েছ, স্বদেশ বড়ুয়া, কামাল মিয়া, হো চি মিন, হারুন অর রশিদ, নিয়াজ উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম, তাজেল আহমেদ, মনসুর আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/০৬ মার্চ ২০১৮/এনায়েত করিম