বাংলাদেশিদের জন্য খাদেম ভিসা ব্যতিত অন্য ক্যাটাগরির ভিসাগুলো পূর্বের ন্যায় খোলা আছে বলে জানিয়েছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
যদিও এর আগে, সোমবার কুয়েতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ শিরোনামে কুয়েতের গণমাধ্যমে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ আল জাররাহ আল-সাবাহ বরাত দিয়ে সংবাদ প্রকাশিত হয়।
এ বিষয়ে মঙ্গলবার কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আদুল লতিফ খানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ভিসা বন্ধের খবরটি জানার পর তারা রেসিডেন্সি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি মিটিং করেছেন। তিনি নিশ্চিত হতে পেরেছেন যে কুয়েতে বাংলাদেশিদের জন্য খাদেম ভিসা ব্যতিত অন্য ক্যাটাগরির ভিসাগুলো পূর্বের ন্যায় খোলা আছে।
তিনি আরও জানান, খাদেম ভিসায় কুয়েত এসে অনেকে বিভিন্ন সমস্যায় পড়ছেন, সেই দিকটি মাথায় রেখে তাদের সুবিধার্থে এই ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৮/মাহবুব