বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুকে আটকের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে সংগঠনটির মালয়েশিয়া শাখা।
শফিউল বারী বাবুর আটকের পর গণমাধ্যমে জানার পরই স্থানীয় সময় দুপুরে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুর রহমান রতন তালুকদারের সভাপতিত্বে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল নেতা এ কে জুয়েল, হেলাল সিকদার, মোঃ কাওসার আহমেদ, মোঃ মাসুম তালুকদার, মোঃ মঞ্জু হোসেন, সুলতান বিন সিরাজ, মোঃ মোস্তফা কামালসহ হাংতুয়া ও মসজিদ ইন্ডিয়া কমিটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নেতা কর্মীরা বক্তৃতায় শফিউল বারী বাবুসহ সেচ্ছাসেবক দলের আটক সকল নেতা-কর্মীসহ রাজবন্দীদের মুক্তির দাবি জানান ।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৮/হিমেল