ইতালিস্থ ফেনী জেলা সমিতির নির্বাচন কমিশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমের তরপিনাতারাস্থ টিমসি মসজিদে ইসলামিক কালচার, রমজানের তাৎপর্য ও গুরত্ব তুলে ধরতে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিভিন্ন দেশের মুসল্লিরা ইফতারে অংশ নেন। ইফতার পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রধান নির্বাচন কমিশনার আহমেদ নাঈম, সদস্য সচিব সিরাজ উল্লা পঞ্চায়েত, নির্বাচন কমিশনার মোর্শেদুল হক, আলাউদ্দিন শিমুল, আউরেঙ্গজেব রিপন, গোলাম মাওলা মিলন, আবু সাইদ বাবলু প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন- মাইনুদ্দিন লিটন, ফরিদ আলম, একে আজাদ, মো. ইয়াসিন, খান রবিনসহ অনেকে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম