বাংলাদেশি ইমাম মাওলানা আকঞ্জি এবং মুয়াজ্জিন তারাউদ্দিনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা মামলায় ওস্কার মরেলের আজীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ৬ জুন কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক গ্রেগরী লাসেক চাঞ্চল্যকর হত্যা মামলার এই রায় প্রদান করেন।এ রায়ে প্রবাসীদের মধ্যেও স্বস্তি এসেছে।
২০১৬ সালের ১৩ আগস্ট নিউ ইয়র্ক সিটির ওজনপার্কে আল ফোরকান মসজিদের ইমাম আকঞ্জি (৫৫) এবং মুয়াজ্জিন তারাউদ্দিন (৬৪) কে লিবার্টি এভিনিউ দিয়ে হেঁটে ঘরে ফেরার সময় অস্কার মরেল (৩৭) বেশ কয়েক রাউন্ড গুলি করে হত্যা করে।
বাংলাদেশি অধ্যুষিত এলাকায় এমন হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা আমেরিকায় বিক্ষোভ হয়। নিউ ইয়র্ক সিটির মুসলিম আমেরিকানরাই শুধু নন, ভিন্ন ধর্মাবলম্বীরাও যোগদান করেন প্রতিবাদ সমাবেশে।
কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি রিচার্ড এ ব্রাউন বলেন, জুরি বোর্ডের সিদ্ধান্তের পথ ধরেই ঘাতককে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়েছে। ধর্মপ্রাণ দু’জন মানুষকে নির্বিচারে হত্যার মধ্য দিয়ে সে জঘন্যতম অপরাধ সংঘটিত করেছিল। ডিস্ট্রিক্ট এটর্নী উল্লেখ করেন, কাপুরোষিতভাবে ইমাম-মুয়াজ্জিনকে হত্যার মধ্য দিয়ে ঘাতক শুধু দুটি মানুষের প্রাণ কেড়ে নেয়নি, সে আমাকের শান্তিপ্রিয় কম্যুনিটির মুসলিম সমাজের হৃদয়ে আঘাত করেছে।ক্ষতবিক্ষত করেছে তাদের চেতনা আর অনুভূতিকে।
বিডি প্রতিদিন/ফারজানা