প্রতি বছরের ন্যায় এবারও খোলা মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ইতালির বৃহত্তর ঢাকা সমিতি। সম্প্রতি রোমের মারানেল্লা পার্কে (লালন পার্কে) এ ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।অতিথিদের স্বাগত জানান সমিতির সভাপতি কাজি মুনসুর আহমেদ শিপু ও সাধারণ সম্পাদক মনঞ্জুর আহমেদ মঞ্জু ও সমিতির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র রমজানের তাৎপর্য, মাহাত্ম্য, গুরুত্ব এবং করণীয় সম্পর্কিত আলোচনা করেন মাওলানা ফয়সাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ইতালির বাংলাদেশি রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, বাংলাদেশ কমিউনিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দ, ইতালি আওয়ামী লীগ, ইতালি বি.এন.পি, বিভিন্ন মহিলা সংগঠনের নেতৃবর্গ, বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালি, বিভিন্ন বিভাগীয় সমিতি, জেলা সমিতি, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ রোম বসবাসরত প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লিরা।
মাহফিলে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকি বাচ্চু ইতালীয় নাগরিকদের জন্য ইতালীন ভাষায় রমজানের গুরত্ব তুলে ধরেন।
বিডি প্রতিদিন/ফারজানা