বাহরাইনে পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রাহক ও প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছে (বি এফ সি)। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় মানামা আল ওসরা রেষ্টুরেন্টে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজক প্রতিষ্ঠানের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মাজহারুল ইসলাম বাবুর পরিচালনায় এতে রমজানের গুরুত্ব,ফজিলত ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রাখেন বাহরাইনস্থ বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা।
কোম্পানির ভিজনেস ডেভেলপমেন্ট অফিসার( বাংলাদেশ করিডোর) মোঃ সবুজের তত্বাবধানে এতে উপস্থিত ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ সোসাইটির সভাপতি ফুয়াদ তাহের শান্তনূ, বাংলাদেশ স্কুলের পেট্রোন মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শাহজালাল,সহ সভাপতিব আবুল কালাম দড়ি, যুগ্ন সাধারন সম্পাদক মানিক হাসান মিলু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ কায়েস আহম্মেদ,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম (নুরু), বাহরাইন জাতীয়তাবাদী দল( বি এনপির) সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, সুকার্ন,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,সহ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (দেলু),বি এন পি নেতা নুরুল হক,নবী মিয়া।
উপস্থিত সবাইকে নিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বাহরাইনের তালিমুল কোরআন সংগঠনের সাধারন সম্পাদক প্রকৌশলী বদরুল আলম। এ সময় এতে অংশ গ্রহন করেন বাহরাইন প্রবাসী ফোরামের সভাপতি ও জেঞ্জএক্সচেঞ্জের শাখা ম্যানেজার আনিসুজ্জামান মজুমদার,সাধারন সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী,বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহ পরান মজুমদার, বিনোদন ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ূথ ফোরামের সভাপতি আল আমিন, সাধারন সম্পাদক আবু হানিফ মাছুম,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমন,ঢাকা নবাব গঞ্জ সোসাইটির সভাপতি ইমরান সহ সকল রাজনৈতিক, অরাজনৈতিক ও ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর