রিয়াদে খন্দকার মোশারফ হোসেন ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রিয়াদের সিফা সানাইয়ার সোনার বাংলা হোটেলের হল রুমে সংগঠনের সভাপতি মামুন ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মীর ইব্রাহিমের সঞ্চলানায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী অলি উল্লাহ বেপারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, খন্দকার মোশারফ হোসেন ফাউন্ডেশনের সহসভাপতি মুজিবুর রহমান, নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, যুগ্ম সম্পাদক সুমন প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আলী, শরীফ হোসেন, ক্রীড়া সম্পাদক সাকিল ভূঁইয়া, উপদেষ্ঠা মোহাম্মদ ওমর ফারুক খান।
এ সময় প্রবাসী দাউদকান্দি উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলার প্রবাসীরা উপস্থিত ছিলেন। পরে ড. মোশারফ হোসেন এবং দেশ ও জাতীর কল্যাণের জন্য দোয়া মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার