ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজধানী হোটেলে সংগঠনের কুয়েত শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান জামী'র সভাপতিত্বে ও সেক্রেটারি সাইয়্যেদ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল হারুন। বিশেষ অতিথি ছিলেন কুয়েতের মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম খতিব ওজারাতুল আওকাফ।
উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন আই.পি.সিৱ সম্মানিত দ্বায়ি হাফেজ মাওলানা আইয়ুব, কমিটির সহ-সভাপতি মাওলানা ইসমাঈল আল-হাবীব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা কাজী সফি আবেদীনসহ আরও অনেকে। ইফতার পূর্বে হাফেজ সা'দ উদ্দীন দেশ ও জাতিৱ কল্যাণ কামনা কৱে দোয়া করেন।
বিডি প্রতিদিন/ফারজানা