বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী ও দেশ নেত্রীর মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া যুবদল।
রবিবার কুয়ালালামপুরের স্থানীয় একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিতে সরকারের নানা টালবাহানার প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।বর্তমান সরকারের জুলুম থেকে পরিত্রাণ পেতে এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে জাতীয়তাবাদীমনা প্রবাসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানও জানান তিনি।
মালয়েশিয়া যুবদলের দপ্তর সম্পাদক বাদল কারার ও সেরদাং যুবদলের সাবেক সভাপতি মোঃ নাজমুল হাসান এর অনুষ্ঠান পরিচালনায় মালয়েশিয়া যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবাইদুল হক নাসির, মালয়েশিয়া বিএনপির সহসভাপতি আব্দুল জলিল লিটন ,যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ,এস,এম জাহাঙ্গীর আলম,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন , সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির,যুবদলের সিনিয়র সহসভাপতি মঞ্জু খাঁ ,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস ,সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলম ,যুবদলের যুগ্নসাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ , সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর,সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, এনায়েত উল্লাহ মুমিন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউছার , সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এনায়েত হোসেন,স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মাসুম তালুকদার,কুয়ালামলামপুর মহানগর যুবদল সভাপতি শামিম রেজা,সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ লিটন,সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সহ সভাপতি শাহাদাৎ হোসেন, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি,দপ্তর সম্পাদক আফজাল সজীব,সহ সাংগঠনিক সোহানুর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক,ইসমাইল হোসেন,ক্রীড়া সম্পাদক বিদ্যুৎ হোসেন বিজয় আম্পাং পয়েন্ট যুবদল সভাপতি তুহিন, কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওঃ দেলোয়ার হোসেন।
ইফতারপূর্ব আলোচনায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সব নেতাকর্মীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান