জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন স্পেন শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৩ জুন) মাদ্রিদের স্থানীয় বাংলা টাউন রেস্তোরাঁয় আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্পেন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল।
সংগঠনটির স্পেন শাখার সভাপতি আসাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেন্স সিপার আহমেদ, হুমায়ুন কবির রিগান, সাঈদ মিয়া, মাহবুব এনাম প্রমুখ। জাকির চৌধুরী ও আবিদুর রহমান জসিমের যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন এবং পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে থাকা জাতীয়তাবাদী শক্তির সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ইফতারপূর্ব মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম