মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে একযোগে শুক্রবার ফ্রান্সে ও উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ফ্রান্সের প্যারিসে বাংলাদেশিদের ব্যবস্থাপনায় পৃথক পৃথক তিনটি স্থানে ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।
জন সমাগমের ওপর ভিত্তি করে প্রতিটি স্থানে একাধিক ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। প্যারিসের ইস্তাসহ বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সকাল সাড়ে সাতটা,সাড়ে আটটা ও দশটায় মোট তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে।
ওভারভিলিয়েসহ বাংলাদেশ জামে মসজিদ ফ্রান্সে সকাল ছয়টা থেকে এগারটা পর্যন্ত মোট সাতটি জামাত অনুষ্ঠিত হবে। মেট্রো হোশের লাপোষ্টের পেছনে জিমন্যান্স সকাল ৯টায় একটি জামায়াত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ফ্রান্সের জাতীয় মসজিদ গ্রান্ড মসজিদে সকাল ৯টায় একটি জামাত অনুষ্ঠিত হবে। এ সকল মসজিদে দলমত-নির্বিশেষে বাংলাদেশি ছাড়া ও স্থানীয় ও বিভিন্ন দেশের মুসলমানরা ঈদের জামায়াতে অংশগ্রহণ করবেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর