যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কাতারে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল ৫টায় ঈদের নামাজ আদায়ের জন্য নাজমা, মনসুরা, মাইজারসহ বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা স্থানীয় ৩৩৮টি ঈদগাহ ও মসজিদে সমবেত হন। কাতারে স্থানীয়দের সঙ্গে সেখানে অবস্থিত বাংলাদেশি প্রবাসীরা একত্রে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন।
কাতারে প্রতিবারের মতো এবারও স্থানীয় দোহা স্টেডিয়ামে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে হাজারো বাংলাদেশি প্রবাসীও অংশ নেন।
নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। পরে ভ্রাতৃত্ববোধে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম