উৎসবমুখর পরিবেশে ও সকল ভেদাভেদ ভুলে আনন্দ-উল্লাসে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন স্পেন প্রবাসিরা। এ উপলক্ষে শুক্রবার মাদ্রিদের প্রাণকেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত লাভা-পিয়াসের কাসিনো পার্কের খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। প্রায় ৭ হাজার প্রবাসিদের উপস্থিতে গোটা এলাকা মিলনমেলায় রূপ লাভ করে। শত ব্যস্ততার মাঝে এই একটা দিন সবাই একত্রে মিলিত হন উৎসবের আমেজে।
বাংলাদেশিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ধর্ম প্রাণ মুসলমানরা কাসিনো পার্কে জড়ো হতে থাকেন সকাল থেকে। নানা দেশের নানা বর্ণের ভিন্ন ভিন্ন ভাষাভাষী মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন। প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ৮টায়।
ঈদ জামাতে সামাজিক, রাজনৈতিক, দূতাবাসের কর্মকর্তা ছাড়াও কমিউনিটির শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। এ সময় মাদ্রিদের ডেপুটি খরখে গারসিয়া, সমাজ কল্যাণ সংস্থার প্রধান কারমেনা সেফতার পক্ষে তাদের প্রতিনিধি ঈদের শুভেচ্ছা বার্তা পড়ে শুনান।
দূতাবাসের প্রধান ও মিনিস্টার হারুন আল রাশিদ, মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি। ঈদের দিনে নামাজে আগত মুসল্লিদের মিষ্টি বিতরণ করেন ঢাকা ফুডের কর্ণধার আল আমিন। অনেক বাংলাদেশি নারীও সেখানে ঈদের নামাজ আদায় করেন।
নামাজে ইমামতি করেন হাফেজ হাসান বিন মুহাম্মদল্লাহ। মোনাজাতে তিনি মুসলিম বিশ্বের সুখ, শান্তি এবং নিপীড়িত-নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া প্রার্থনা করেন।
এদিকে স্পেন নিযুক্ত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার মাদ্রিদের ভেনতাসে অনান্য মুসলিম কূটনীতিকদের সাথে ঈদের নামাজ আদায় করেন সকাল সাড়ে ৭ টায়। এসময় তাঁর সঙ্গে ছিলেন কমার্শিয়াল কাউন্সিলার নাভিদ শফিউল্লাহ ও প্রথম সচিব শরিফুল ইসলাম।
বিডি-প্রতদিন/১৫ জুন, ২০১৮/মাহবুব