ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন রিয়াদ শাখার সভাপতি হাফেজ মাওলানা বেলাল হুসাইন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ শাখার সেক্রেটারি মাওলানা কবির আহমেদ ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা ওসমান গনির যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি মিজানুর রহমান।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ শাখার সিনিয়র সহসভাপতি মুফতি জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন, উপদেষ্ঠা মাওলানা জসিম উদ্দিন, মাওলানা দ্বীন মোহাম্মদ, সহসভাপতি মাওলানা জহির উদ্দিন, দফতর সম্পাদক মো. শওকত আলী, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম অপুর্ব, বাথা উপ শাখার সেক্রেটারি মুফতি আব্দুল হাফিজ, হারা উপ শখার সেক্রেটারি মাওলানা মনির হোসেন, আল খারজ শাখার সেক্রেটারি সামসুদ্দিন, হাফেজ ক্বারী আইয়ুব আলী প্রমুখ।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কায় ৩০০ আসনে প্রার্থী দিবে। ইসলামী আন্দোলনের প্রার্থীদেরকে নির্বাচনে বিজয়ী করতে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৮/মাহবুব