বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে দলটির কাতার শাখা।শনিবার দোহার স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওমর ফারুক চৌধুরী। যৌথভাবে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন ও ইঞ্জিনিয়ার তামীম রায়হান।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাসান উল্লাহ ভূঁইয়া, সহ-সভাপতি কাজী হাসান বিল্লাহ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, প্রচার উপ-কমিটির সভাপতি আল আমিন, মাইজার শাখার সাধারণ সম্পাদক মোল্লা মো. রাজ রাজিব, জাসদের সাধারণ সম্পাদক তৌফিক ই চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহাবুর রহমান চৌধুরী, কফিল উদ্দীন, সজিব দস্তগির, কাজী আশ্ররাফ, আহনার আনু, মিল্লাত কামাল, ওমর ফারুক রনিসহ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, জাসদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃকর্মীরা।
এ সময় বক্তারা ২০১৯ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
বিডি প্রতিদিন/ফারজানা