নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির সমর্থনে প্রবাসীদের ঐক্য সুসংহত রাখতে সকলকে সোচ্চার থাকতে হবে। একই চেতনায় সামনের জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীদের জয়ী করতে নিজ নিজ এলাকায় জনসংযোগ বৃদ্ধি করার বিকল্প নেই’।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন শনিবার সন্ধ্যায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে জাকারিয়া চৌধুরী আরো বলেন, ‘আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের পাসপোর্ট নিয়ে মার্কিন মুল্লুকে বসতি গড়ার সুযোগ হয়েছে। আওয়ামী লীগের মাধ্যমেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এখন অনেক অগ্রগতিসাধিত হয়েছে বঙ্গবন্ধু কন্যার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে।’
‘প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে সকলকে শপথ নিতে হবে এই প্রবাসে দেশ বিরোধী যে কোন অপতৎপরতা শক্তহাতে রুখে দেয়ার জন্যে’-এ আহ্বান জানানো হয় এ অনুষ্ঠান থেকে।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ঢাকা গার্ডেন রেস্টুরেন্টের এ অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অতিথি ছিলেন লেখিকা নাজমুন্নেসা পিয়ারি। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আ. কাদের মিয়া এবং মোহাম্মদ আলমগীর, যুগ্ম সম্পাদক মিনহাজ শরিফ রাসেল, নূরল আমিন বাবু ও সুব্রত তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, সুমন মাহমুদ, নূরল আমিন নভেল এবং নিউইয়র্ক মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মীনা ইসলাম।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন