প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের আয়োজন করেছে ইতালিস্থ বরিশাল বিভাগ সমিতি।
ইতালিস্থ পিরোজপুর জেলা সমিতি,বরিশাল বিভাগ যুব সমিতি,বরিশাল জেলা সমিতির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই বনভোজনে সম্প্রীতির ভ্রাতৃত্বের বন্ধনে আমরা’ স্লোগানকে সামনে রেখে ২২ই জুলাই চারটি বাসযোগে প্রায় তিন শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন।
রবিবার দিনব্যাপী এই বনভোজনে মধ্যাহ্নভোজ শেষে র্যাফেল ড্র, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়।
বরিশাল বিভাগ সমিতির সভাপতি নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুর পরিচালনায় দিনব্যাপী বনভোজনকে মনোমুগ্ধকর করে তুলেন আগতরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতির প্রধান উপদেষ্টা ,ইতালিস্থ বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি জি এম কিবরিয়া,ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী,শরিয়তপুর জেলা সমিতির সভাপতি আঃ রব ফকির,বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা মোঃ সেলিম,ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান মিজান,কুমিল্লা জেলা সমিতির সাবেক সভাপতি দিন মোহাম্মদ দীনু,নোয়াখালী জেলা সমিতির সাধারন সম্পাদক শাকন,কিশোরগঞ্চ জেলা সমিতির সভাপতি শেখ ইসহাক,গোপালগঞ্জ জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ইতালী যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা, কিশোরগঞ্চ জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক জি আর মানিক,বাংলাদেশ সমিতির মহিলা সম্পাদিকা রীনা কবির,অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য সচিব জমির হোসেন,বাংলা প্রেস ক্লাব ইতালীর সভাপতি খান রিপন,সাংবাদিক এম এম হক রাজু,শিমুল রহমান,মনিকা ইসলাম,হেনা আক্তার ফাহিমা,সহ আরো অনেকে।
এ ছাড়াও আয়োজক সংগঠনদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতির সহ সভাপতি ইমাম হাসান লিখন,মোঃ শাহীন,যুগ্ম সম্পাদক এ্যাডঃ আনিসুজ্জামান,মোঃ সোহেল খান,বরিশাল বিভাগ যুব সমিতির সভাপতি মেহেদী হাসান,যুগ্ম সম্পাদক নাদীম মাহামুদ,সাংগঠনিক সম্পাদক স্বপন দাস,সহ প্রচার সম্পাদক ইলিয়াস মল্লিক,যুবনেতা সোহাগ খান,বরিশাল জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ,সাধারন সম্পাদক স্বপন হাওলাদার, বরিশাল জেলা সমিতির সহ সভাপতি আরিফ হোসেন,পিরোজপুর জেলা সমিতির সভাপতি কামাল হোসেন,সাধারন সম্পাদক সুমন মজিবুর, যুগ্ম সম্পাদক বাহাদুর কাজী,সাংগঠনিক সম্পাদক কাজী জাহাঙ্গীর, মহিলা সম্পাদিকা পারভিন আক্তার সহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান