সৌদিতে সড়ক দুর্ঘটনায় মো. নাসির শেখ (৩২) নামে নড়াইলের এক যুবক নিহত হয়েছে। শনিবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির শেখ কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের কদমতলা গ্রামের বদিয়ার শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবে সকালে বন্ধুর সঙ্গে খাবার কেনার জন্য একটি হোটেলে যাচ্ছিল সে। পথে একটি লরি (বড় ট্রাক) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার বন্ধু অপর বাংলাদেশি যুবক আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের বাবা বদিয়ার শেখ বলেন, সৌদি থেকে নাসিরের বন্ধু ফোন করে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিডি প্রতিদিন/২৮ জুলাই ২০১৮/হিমেল