মালয়েশিয়ায় প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন নতুন টেলিফোন অপারেটর বিডি ফোন। শুক্রবার (২৭ জুলাই) রাত ৯টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই ফোনের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শহীদুল ইসলাম। প্রবাসের মাটিতে বাংলাদেশির মালিকানায় বিডি ফোনের অগ্রযাত্রার শুভ কামনা করে তিনি। একই সঙ্গে এই ফোন প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে বলেও প্রত্যাশা হাই কমিশনারের।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রম কাউন্সেলর সায়েদুল ইসলাম, প্রথম সচিব (শ্রম) হেদায়েতুল ইসলাম মন্ডল, প্রথম সচিব (বাণিজ্য) রাজিবুল আহসান, কমিউনিটি নেতা আলহাজ মকবুল হোসেন মুকুল ও রেজাউল করিম রেজা, মনিরুজ্জামান মনির, দাতু আক্তার হোসেন, রাশেদ বাদলসহ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বিডি ফোনের উদ্বোধনী অনুষ্ঠান।
এর আগে, রাত সাড়ে ৮টায় হোটেল ইন্টার কন্টিনেন্টালের ভি আইপি হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিডি ফোনের কার্য পরিকল্পনা তুলে ধরেন ম্যানেজিং ডাইরেক্টর এবিএম নজরুল ইসলাম। তিনি বলেন, বিডি ফোন প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে। পাশাপাশি এই ফোনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সিইও মালয়েশিয়ান নাগরিক দাতু জামাল উদ্দিন বিন আব্দুল হামিদ, মোহনান সুপিয়াহ ও বিডি ফোনের ব্রান্ড অ্যাম্বেসেডর লাক্স চ্যানেল আই সুপারস্টার ফারিহা শাহরিন, বিডি ফোনের পরিচালক মনির দেওয়ান প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম